চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের খুঁজে জমির উদ্দিন পারভেজ

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২০:৩২:০৩ || আপডেট: ২০২০-০৩-৩১ ২০:৩২:০৭

প্রদীপ শীল, রউজানঃ করোনা ভাইরাসে হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশাপাশি নিম্ম আয়ের মানুষ যখন চরম দু:চিন্তায়, তখন এসব মানুষের খাদ্য সসামগ্রী নিয়ে ছুটে চলেছেন একজন মানবতাবাদী জমির উদ্দিন পারভেজ। গত ২৭ মার্চ থেকে গাড়ী ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে মানুষের খুঁজে ছুটে চলেছেন অবিরাম। করোনাভাইরাস প্রভাবে একদিকে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অন্যদিকে দিনমজুর, হতদরিদ্র পরিবারে খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে এসব সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানবতাবাদী রাজনৈতিক রাউজান উপজেলা যুবলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। ৩১ মার্চ সকালে তিনি পৌর এলাকায় ত্রাণ সামগ্রীর গাড়ী নিয়ে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি বিনাজুরী, পশ্চিম গুজরা, নোয়াপাড়া, বাগোয়ান, কদলপুর, রাউজান ইউনিয়নে অসহায় লোকজনকে ত্রান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, যুবলীগ নেতা ফোরকান উদ্দিন টিপু, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, নাছিম উদ্দিন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমূখ। এ মহৎ কাজের উদ্যোক্তা জমির উদ্দিন পারভেজ জানান, করোনা মোকাবিলায় সবাইককে এগিয়ে আসতে হবে। এই সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা দরকার। আমাদের মনে রাখা দরকার মানুষ মানুষের জন্য, জীবণ জীবনের জন্য। রাউজানের সাংসদ ও সাংসদের পুত্র ফরাজ করিম চৌধুরী দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নিদর্শনা দিয়েছেন। কর্মহীন মানুষকে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসার জন্য বলেছেন। আমরা সেলক্ষ্য কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *