চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

করোনা মোকাবিলায় খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২১:০২:৫৫ || আপডেট: ২০২০-০৩-৩১ ২১:০২:৫৯

বার্তা পরিবেশক, বীর কন্ঠ : করোনা ভাইরাসে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি নিম্মে আয়ের মানুষকেও চরম দু:চিন্তায় ফেলেছে। ব্যবসা-বাণিজ্য বন্ধের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এরইমধ্যে অনেক বাসা-বাড়িতে খাদ্য সংকট দেখা দিয়েছে। এসব দুরদশা মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দাড়িয়েছেন কিছু তরুণ। স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব তরুণরা ঘরে বসে না থেকে খোজ খবর নিচ্ছেন হতদরিদ্রদের। এমনই চিত্র দেখা গেছে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে। গ্রামে গ্রামে গিয়ে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। খাদ্য তালিকায় রয়েছে চাল, ডাল, তেল, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। ৩১ মার্চ সকাল ১০ টার দিকে “সবাই মিলে খাব” এ শ্লোগানকে সামনে রেখে এসব তরুণরা ডুলাহাজারা ইউনিয়নের কয়েকটি গ্রামে খাদ্য সামগ্রী তুলে দেন। এ মহৎ কাজের উদ্যোক্তা তোফায়েল জানান, আমরা শুরু করেছে মাত্র। করোনা মোকাবিলায় সবাই এগিয়ে আসবে। আমরা প্রচারে বিশ্বাসী নই। তাই সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *