চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কাইছার হামিদ

লোহাগাড়ায় বিপ্লব বড়ুয়ার পাঠানো ত্রাণ পেলো ৫’শ পরিবার

প্রকাশ: ২০২০-০৪-০২ ২০:৪৫:৫৪ || আপডেট: ২০২০-০৪-০২ ২০:৪৫:৫৭

লোহাগাড়া অফিস, বীর কন্ঠ : আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো ত্রাণ পেলো ৫”শ পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লোহাগাড়ার হত দরিদ্র ও দিনমজুরদের জন্য এ ত্রাণ পাঠানো হয়েছে বলে জানা যায়।

৩১ মার্চ ( মঙ্গলবার) সন্ধ্যায় ত্রাণগুলো বুঝে নেন লোহাগাড়া উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, আলু, মসুর ডাল, তৈলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এফবি স্ট্যাটাস লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া লোহাগাড়ার দিনমজুর কর্মহীন ও অসহায়দের জন্য ত্রাণ পাঠিয়েছেন।

ত্রাণ গুলো পর্যায়ক্রমে তালিকা করে বিতরণ করা হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের মাধ্যমে কর্মহীন ৫শ পরিবারের মাঝে বিতরন করা হয়। এমন দু:সময়ে অসহায় মানুষ চাল, আলু, মসুর ডাল, তৈলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে আনন্দে আত্মহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *