চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৫

প্রকাশ: ২০২০-০৪-০২ ২১:২৪:৪৪ || আপডেট: ২০২০-০৪-০২ ২১:২৪:৪৮

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- মরণব্যধি করোনাভাইরাস সৌদি আরবে আক্রান্ত আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ১৬৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮৮৫জন। আজকে মারা গেছে ৫জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ২১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৩২৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭জন, মক্কায় ৪৮জন, মদিনায় ৪৬জন, জেদ্দায় ৩০জন, দাম্মাম ৪জন, কাতিফ ৫জন,খোবার ১জন, আল খাবজি ৯জন, দাহারান ৪জন, খামিজ মোশায়ে্ত ৬জন, আবহা ২জন, বিসা ১জন, আহাদ রাফিদা ১জন, রাস্তানুরা ১জন বলে জানা গেছে, খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সৌদি আরবের আইন মেনে চলুন, নিজে বাঁচব ও অন্যকেও সুন্দর ভাবে বাঁচাতে সহযোগিতা করবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *