চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌরসভার জরুরী সভা অনুষ্টিত

প্রকাশ: ২০২০-০৪-০৩ ২০:৪৪:৪৩ || আপডেট: ২০২০-০৪-০৩ ২০:৪৪:৫১

রফিকুল আলম, বীর কন্ঠ : ভাইরাস সংক্রান্ত সরকারী বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ফটিকছড়ি পৌরসভা কার্যালয়ে এক জরুরী সভা ৩ এপ্রিল সকালে পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন, সরকারী নির্দেশনামতে ৩ এপ্রিল বিকাল ৩ টার পর ঔষধের দোকান ব্যতিত সকল দোকান বন্ধ, উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কেউ ত্রান বিতরণ না করা, ত্রান প্রদানের তালিকা অনুমোদন করে ত্রান দেয়া। বিশেষ ক্ষেত্রে দিনের বেলা ত্রান বিতরণ করা যাবে প্রশাসনের অনুমতি সাপেক্ষে। তাছাড়া ত্রান বিতরণ করতে হবে রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে। বিকাল ৩ টার পর যাকেই বাইরে পাওয়া যাবে(বিশেষ জরুরী কাজ ব্যতিত) প্রশাসন তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রশাসনের এসব নির্দেশনা বাস্তবায়নে কাউন্সিলরদের কাজ করে যেতে হবে ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার অব্যাহত থাকবে। তিনি কাউন্সিলরদের উদ্দ্যেশে বলেন, জনপ্রতিনিধিরা ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। জনগনের এ দু:সময়ে তাদের প্রেরণা দিতে ও দিক নির্দেশনার বিষয়ে অবগত করতে হবে। তিনি আরো বলেন,পৌর এলাকায় সুন্দরভাবে ত্রাণ বিতরণ করায় ভালো লাগছে। আগামীতে ও ত্রাণ বিতরন অব্যাহত থাকবে। সভায় কাউন্সিলর ও ফটিকছড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম, কাউন্সিলর আলা উদ্দীন রাকিব,কাউন্সিলর হেলাল উদ্দিন,কাউন্সিলর নাজিম উদ্দীন সিদ্দীকি,কাউন্সিলর মোঃ তৈয়ব,কাউন্সিলর জসিম উদ্দিন,কাউন্সিলর বেলাল উদ্দিন,কাউন্সিলর গোলাপ মওলা গোলাফ,কাউন্সিলর আবুল কাসেম ও পৌরসভার হিসাব রক্ষক আবদুস ছাত্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *