মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৮:০৬:৫৯ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৮:০৭:০৩
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ রামুতে এক কৃষকের মৃত্যু নিয়ে নানা রহস্য হত্যা না আত্মহত্যা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল গ্রামে। জানা গেছে কৃষক নুর আহমদের ছেলে মাহাবুল আলম (৩০) প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী তাদের তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিল। ওই সময় হঠাৎ কৃষক মাহাবুল আলম তরমুজ ক্ষেতে পড়ে থাকতে দেখে এক মহিলা। খবর পেয়ে তাকে লোকজন মুমূর্ষাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গর্জনিয়া বাজারে আসার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসীর মতে চোরের দল তরমুজ ক্ষেত থেকে চুরি করতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার রহস্য উদঘাঠন করা হবে বলে জানান গর্জনিয়া ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান। তাই সচেতন এলাকাবাসীর প্রশ্ন এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে নানা রহস্যাদি সৃষ্টি হয়েছে। গর্জনিয়ার ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তবে প্রথম যে মহিলা তার মাথায় পানি ঢেলে ছিল সে মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বিস্তারিত পরে জনানোর কথা বলেন তিনি।