চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

ত্রাণ নিয়ে অসহায় মানুষরর দ্বারে দ্বারে ওরা চার বন্ধু!

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৮:২১:০৮ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৮:২১:১৩

মিরসরাই প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে ঘরের বাইরে বের হওয়া যাবে না। বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত। বন্ধ রয়েছে দূর পাল্লার যানবাহণ। আর এতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কর্মহীন হয়ে পড়ায় অনেকে দিন কাটাছে অনাহারে অর্ধাহারে। সরকারসহ উপজেলার বিত্তবানরা কর্মহীনদের সহযোগীতায় গিয়ে এসেছে। আর এইবার ত্রাণ দানে সামিল হয়েছেন উপজেলার করেরহাট ইউনিয়নের চার বন্ধু। ওরা চার বন্ধু হলো: শেখ আক্তার হোসেন, বিভূতি দেবনাথ, খোকন দেবনাথ, অর্জুন দেবনাথ। এছাড়া বন্ধুর বন্ধন বহুমুখী সমবায় সমিতি নামে একটি সংগঠন সার্বিক সহযোগীতা করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের ২৬০জন কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ বিতরণ করেছেন ওই চার বন্ধু। প্রতি প্যাকেটে দেয়া হয় ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, একটি কাপড় কাচার সাবান, ১০টি ডিম, ৫০০ গ্রাম তেল ও ৫০০ গ্রাম তরল দুধ। এবিষয়ে শেখ আক্তার হোসেন জানান, দেশের এই দূর্যোগ মূহুত্বে প্রত্যেক মানুষকে যার যার অবস্থান থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাই আমরা চার বন্ধু করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের ২৬০টি পরিবারকে ত্রাণ দিয়েছি। আগামী দশ দিন পর আবারো দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *