চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় কর্মহীন অসহায় মানুষজনের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিচ্ছেন আওয়ামী লীগ নেতা রশিদ

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৮:১৯:৩৮ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৮:১৯:৪২

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক এম এ রশিদের ব্যক্তিগত উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষজনের ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। গত বুধবার থেকে এ পর্যন্ত আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর,পশ্চিমচাল ও খলিফাপাড়া এলাকায় ৪৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল,দুই কেজি আলু,এক কেজি আটা,এক কেজি ডাল,এক কেজি পেঁয়াজ,এক লিটার তেল ও একটি সাবান রয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে পরিবহন সংকটের কথা চিন্তা করে বিনাভাড়ায় প্রতিদিন অসুস্থ রোগী বহনের জন্য একটি মাইক্রো গাড়ি রাখা হয়েছে। গত দুই দিনে আনোয়ারার ৫ জন রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিনাভাড়ায় আনা নেওয়া করেছে। পাশাপাশি স্থানীয় উত্তর পশ্চিমচাল জামে মসজিদের মুসল্লিদের জন্য ৬টি হ্যান্ডওয়াশ বসানো হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এম এ রশিদ বলেন,প্রাণঘাতী করোনাভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে সরকারের সাধারণ ছুটিতে পুরো দেশ লকডাউনে পরিণত হয়েছে। এ কারণে এলাকার শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় এলাকার অসহায় মানুষজনের পাশে দাঁড়াতে আমার ক্ষুদ্র প্রয়াস। সাধ্যের মধ্যে অসহায় মানুষগুলোর পাশে থাকতে চেষ্টা চালাচ্ছি। আমার এ চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। আমি আশা করব,আমার মত এলাকার অন্যান্য বিত্তবানরাও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *