চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর গন্ডামারায় ১৫শ’ পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৭:৫১:৪৮ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৭:৫১:৫২

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে প্রায় ১৫শ’ অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা, পশ্চিম বড়ঘোনা, পুর্ব বড়ঘোনাসহ বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে গ্রামে প্রায় ১৫ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান লেয়াকত আলী ব্যক্তিগত তহবিল থেকে বিতরণকৃত এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি মশুর ডাল, ১ লিটার ভোজ্য তেল ও ১টি সাবান। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক আবু আহমদ, ইউপি সদস্য মো. কামাল উদ্দীন, মো. আনছার ও হাছিনা বেগম প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, ‘সম্প্রতি করোনা ভাইরাস নামে একটি প্রাণঘাতী ভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। এ অবস্থায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করার ফলে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে হতদরিদ্র অসহায় পরিবার গুলো। এই অসহায় পরিবার গুলোর কিছুটা দুঃখ দুর্দশা লাঘবে আমার ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আশাকরি আমার ইউনিয়নে কোন অসহায় মানুষ না খেয়ে কস্ট পাবে না। আমি অসহায় হতদরিদ্র পরিবারের পাশে থেকে যথাসম্ভব সহায়তা প্রদানের চেষ্টা করে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *