চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে করোনা আইন ভাঙ্গলে ৫ বছরের জেল ও লাখ রিয়াল জরিমানা

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৯:১২:৫৭ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৯:১৩:০১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- বিশ্ব কাঁপানো করোনাভাইরাস আকংকে দিনযাপন করছেন প্রায় দু’শত দেশের মানুষ। এ আতংকে বিশ্বের সবচেয়ে বেশি শ্রম বাজার হিসাবে পরিচিত মধ্যপ্রদেশ সৌদি আরব। এ দেশে হাজার হাজার প্রবাসী করোনা গৃহবন্দীতে দিন কাটাছেন। এ পরিস্থিতিতে সৌদিতে নতুন আইন করোনা। এ করোনা আিন ভাঙ্গলে পাচঁ বছরের জেল ও এক লাখ রিয়াল পর্যস্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা যদি স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নিয়মনীতি ও সতর্কতামূলক নির্দেশনা আইর মানতে ব্যর্থ হয় এবং অন্যকে সংক্রমিত করার মতো কিছু করে তবে তাদের এক লাখ রিয়াল জরিমানা অথবা পাচঁ বছরের জেল হতে পারে।সৌদি নিউজ পাবলিক প্রসিকিউশনের এক কঠোর সতর্কতার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি গত ৩ এপ্রিল শুক্রবার জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা যদি স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সতর্কতামূলক নির্দেশনা মানতে ব্যর্থ হয় এবং অন্যকে সংক্রামিত করার মতো এ জরিমান হবে। সৌদির পাবলিক প্রসিকিউশন আরো জানিয়েছে যে, করোনা ভাইরাস নির্দেশিকা মেনে চলতে যে ব্যর্থ হবে তাকে এক সৌদি রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জেল অথবা এই দুটি শাস্তির যে কোন একটি দেওয়া হবে। ইমিউন ঘাটতি সিন্ড্রোম থেকে সুরক্ষা সম্পর্কিত প্রবিধানের ১ নং অনুচ্ছেদে এতে আক্রান্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক নির্দেশিকা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। অন্যের মধ্যে সংক্রমণ করতে পারে এমন কোনও কার্যকলাপ করা থেকেও তাকে নিষিদ্ধ করা হয়েছে। মরণঘাতি করোনা ভাইরাস যেহেতু একজনের থেকে অন্যজনের শরীরে যায় তাই এটার দ্রুত সংক্রমণ বন্ধের জন্য আইনটি কঠিন করা হয়েছে। যাতে জনগণ যথেষ্ট সাবধানতা অবলম্বন করে। পাবলিক প্রসিকিউশন আরও বলেছে যে, স্বাস্থ্য মন্ত্রনালয় এবং অন্যান্য জনস্বাস্থ্য কর্তৃপক্ষ উপযুক্ত আদালতে মামলা দায়েরের বিষয়ে বিবেচনা করার জন্য উপরোক্ত নিবন্ধের বিধি লঙ্ঘনের ফলে পাবলিক প্রসিকিউশনকে এই লঙ্ঘনকে উল্লেখ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *