চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

নিজে বাচুঁন অন্যদের বাচিঁয়ে রাখতে সহযোগীতা করুণ- ফজলে করিম এমপি

প্রকাশ: ২০২০-০৪-০৫ ২০:২১:১৪ || আপডেট: ২০২০-০৪-০৫ ২০:২১:২১

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে সামাজিক দূরত্ব বজায় রেখে ১২’শ কর্মহীন দরিদ্র পরিবারকে দেয়া হয়েছে ত্রাণ সামগ্রী। ৫ এপ্রিল বিকালে রাউজান রাবার বাগান সংলগ্ন পৌর ষ্টেডিয়ামে এই ত্রাণ বিতরণ করা হয়। জানা যায়, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সাংসদ পুত্র ফরাজ করিম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের ব্যবস্থাপনায় করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ১২’শ কর্মহীন দরিদ্র পরিবারকে এক সাথে ত্রাণ বিতরণ নজিরবিহীন বলে জানা যায়। উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় সুশৃঙ্খল পরিবেশে পুরো পৌর ষ্টিডিয়াম জুড়ে তিন মিটার দূরত্ব বজায় রেখে সাংসদে প্রদত্ত ত্রাণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াব, সিনিয়র সসহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা ইরফান উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, শইয়েব খান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফসহ আরো অনেকেই। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগত কর্মহীনদের উদ্যােশে বক্তব্য রাখানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, সারা বিশ্ব করোনাভাইরাস মোকাবেলা করতে গিয়ে লক ডাউন অবস্থা বিরাজ করছে। আমরাও তার ব্যাতিক্র নয়। আমরা হতাহতের মধ্যে করোনা যুদ্ধে নেমেছি। সেলক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী করোনা মোকাবেলায় নির্দেশিকা ঘোষনা করেছে। আমি রাউজান বাসীকে অনুরোধ করছি। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকুন। নিজে বাচুঁন অন্যদের বাচিঁয়ে রাখতে সহযোগীতা করুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *