চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে দ্বীপে এলাকায় কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-০৫ ২১:০৫:১০ || আপডেট: ২০২০-০৪-০৫ ২১:০৫:১৪

আব্দুল্লাহ মনির,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ২৫০ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। শাহপরীর দ্বীপে ত্রাণ বিতরণের সময় কোস্ট গার্ডের সেন্ট মার্টিন্স স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইদুর মোরসালিন, টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট রাহাত ইমতিয়াজ খান, স্থানীয় জনপ্রতিনিধিসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কোস্ট গার্ড সেন্ট মার্টিন্স স্টেশন কমান্ডার লেফট্যানেন্ড কমান্ডার সাইদুর মোরসালিন বলেন, বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে আমাদেও দেশেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ প্রক্রিয়ায় আমরা শাহপরীর দ্বীপে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ করেছি। তাদের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ তুলে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কোস্ট গার্ড উপকূলের এলাকায় কর্মহীন মানুষদের সহায়তা দেয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজর ও মাস্ক বিতরণ করেছে এবং উপকূলের বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে। কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা প্রাপ্ত পরিবারের সদস্যরা এসব সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কোস্টগার্ডকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *