চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

দৌছড়ীর কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সমগ্রী পৌঁছে দিল চেয়ারম্যান

প্রকাশ: ২০২০-০৪-০৬ ২০:৪৮:৪৩ || আপডেট: ২০২০-০৪-০৬ ২০:৪৮:৪৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ৬ এপ্রিল ২০২০ ইং পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ীতে করোনা দুর্যোগে জেলা পরিষদের পক্ষ থেকে পাওয়া খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ ও পরিষদের সদস্য বৃন্দরা। গত রবিবার ও সোমবার ( ৫-৬ এপ্রিল) সকাল থেকে উপজেলার সবচাইতে দুর্গম দোছড়ি ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে মেম্বারদের সাথে নিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণের কথা জানান মহিলা এম ইউপি রেহেনা বেগম। চেয়ারম্যান হাবিবুল্লাহ জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্যদের সমন্বয়ে এ সরকারি ত্রান সহায়তা প্রদান করা হয়। তিনি সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি অসহায়দের মাঝে এ খাদ্যশস্য পৌঁছে দেন। জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মোট ৬০০ পরিবারের মাঝে জন প্রতি ৮ কেজি চাউল ২ কেজি করে আলু, লবণ ও তৈল প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদীন খালেদ,প্রচার ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু,সদস্য মোঃ ইউনুছ,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাচ্ছুরু মিয়া,মহিলা মেম্বার রেহেনা বেগম,নুরুল আলম মেম্বার,শফিকুর রহমান মেম্বার,নুর মোহাম্মদ মেম্বারসহ সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *