চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশ: ২০২০-০৪-০৬ ২০:৪০:৫৬ || আপডেট: ২০২০-০৪-০৬ ২০:৪০:৫৯

আব্দুল্লাহ মনির, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী ছিলেন। সোমবার ভোর রাত ১ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী মিনা বাজার চিংড়ি প্রজেক্ট বাধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন-টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পড়ার সুলতান আহমেদ এর ছেলে মাহমুদ উল্লাহ (২৬) ও হোয়াইক্যং ঝিমমং খালীর জাফর আলমের ছেলে মোহাম্মদ মিজান (২৪)। এঘটনায় আহত তিন পুলিশ সদস্যরা আহত হয়েছে। এসব তথ্য নিশ্চত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। পুলিশ জানায়, এর আগে রবিবার সকাল সাড়ে ৯ টায় পুলিশের একটি দল সোনালী ব্যাংক টেকনাফ শাখা মানি স্কট করার জন্য চট্রো মেট্রো -চ ১১ঃ৫০৮৯ মাইক্রো নিয়ে টেকনাফ থানায় ফোর্স নেওয়ার জন্য আসলে, পুলিশের সন্দেহ হলে মাইক্রোর চালক মাহমুদ উল্লাহকে আটক করে। এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে ধৃত ড্রাইভারের স্বীকারুক্তি মতে সোমবার ভোর রাত ১ টার দিকে উপজেলার হোয়াইক্যংয়ের জিমংখালী মিনা বাজার চিংড়ি প্রজেক্ট বাধ সংলগ্ন এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারের গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গ্রেফতার দলের লোকজন। পরে পুলিশও অত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় দুইজনককে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এতে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন। এতে ঘটনাস্থলসহ মোট ১৫ হাজার, ইয়াবা,২টি এলজি, গুলি, খালি খোসা ও একটি মাইক্রোটি উদ্ধার করে পুলিশ। ওসি প্রদীপ জানান, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তবে ইয়াবা বহন কৃত মাইক্রোটি অভিযান শেষে থানায় নিয়ে যাবার পথে পৌরসভা এলাকার হোটেল হিলটপ সংলগ্ন মেইন রোডে হঠাৎ ইঞ্জিন ত্রুটির কারণে গাড়িতে অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, করোনা ভাইরাস সামলাতে যখন আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত হয়ে পড়েছেন। এই সুযোগে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবার চালান পাচারের চেষ্টা করছিল। মাদক ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *