চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

সীমান্তবর্তী দুর্গম এলাকায় পারিবারিক উদ্যোগে ত্রাণ সহায়তা

প্রকাশ: ২০২০-০৪-০৬ ২০:৫৫:১২ || আপডেট: ২০২০-০৪-০৬ ২০:৫৫:১৭

খাগড়াছড়ি,প্রতিনিধি, বীর কন্ঠ: খাগড়াছড়িতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় কর্মহীন, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী পর্যাপ্ত নয়। পাহাড়ের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ এখনো অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। এ প্রভাব নিরশনে এরই মধ্যে সরকারের পাশাপাশি অসাহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক সংগঠন, পারিবারিক ও ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসছেন অনেকে। এরই ধারাবাহীকতায়, সোবার সকালে পার্বত্য খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরতদের পাশে দাঁড়াতে, পারিবারিক উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করেছে, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা এবং তার পরিবার। আশুতোষ চাকমা জানান, জেলার দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ছড়ি, উল্টাছড়িসহ বিভিন্ন এলাকায় বসবাসরত জুমচাষী, দিনমজুর ও নি¤œবিত্ত মানুষের মাঝে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করেছি মাত্র। ঐ এলাকার মানুষের জন্য এটি পর্যাপ্ত নয়। তায় এই দুর্যোগ মুহুর্তে সরকারের পাশাপাশি জেলার সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি। এসময়, সীমান্তবর্তী এসব এলাকার দিনমজুর, কর্মহীন মানুষের মাঝে বিতরণের জন্য তার পরিবারের পক্ষ থেকে ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারসহ উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গদের হাতে ৬০০ কেজি চাল এবং নগদ আর্থীক অনুদান তুলে দেন, এডভোকেট আশুতোষ চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *