চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

কবিয়াল রমেশ শীল মাইজ ভান্ডারীর সংক্ষিপ্ত পরিসরে ৫৩তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশ: ২০২০-০৪-০৭ ২০:২৬:৩০ || আপডেট: ২০২০-০৪-০৭ ২০:২৬:৩৪

প্রদীপ শীল, বোয়ালখালী থেকে ফিরেঃ মাইজভান্ডারী গানের পুরোধা সরকার কর্তৃক একুশে পদক প্রাপ্ত লোক কবি, কবিয়াল রমেশ শীল মাইজ ভান্ডারীর ৫৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় সরকার কর্তৃক লক ডাউন ঘোষনায় রমেশ শীল মাইজ ভান্ডারীর ওরশ ও অন্যান্য কর্মসূচী স্থগিত করে আয়োজক কমিটি।

তবে ৬ এপ্রিল সোমবার বোয়ালখালী উপজেলার গোমদন্ডিস্থ দরবার শরীফে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে মাইজভান্ডারী গানের আসর অনুষ্ঠিত হয়েছে। রমেশ শীল মাইজ ভান্ডারী শিল্পীগোষ্ঠীর আয়োজনে করোনায় বিশ্বশান্তি কামনায় মাইজভান্ডারী গানের মাধ্যমে প্রার্থনা কামনা করা হয়ে। উল্লেখ্য, প্রতি বছর ৬ এপ্রিল রমেশ শীল মাইজভান্ডারী মৃত্যু বার্ষিকীতে ভক্তকূলের গমাগম ঘটে। আসর বসে কবি গানের, মাইজভান্ডারী গানের আসর, ছেমা মাহফিল, আলোচনা সভা, তবারুক বিতরণসহ রাত ব্যাপী নানা কর্মসূচী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *