চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কাইছার হামিদ

নগর ত্যাগ ও প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশ: ২০২০-০৪-০৭ ০৮:৫৮:৪৮ || আপডেট: ২০২০-০৪-০৭ ০৮:৫৮:৫৩

ডেস্ক রিপোর্ট|
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীতে প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সিএমপি কমিশনার মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

তবে সব ধরনের জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। সোমবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বকর সিদ্দিক বলেন, নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে কোন ব্যক্তি বা পরিবহন নগর থেকে বের হতে পারবে না এবং অন্য এলাকা থেকে নগরীতে কেউ প্রবেশ করতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমান জানান, নগরীর সকল প্রবেশ পথে এবং নগরীর অভ্যন্তরের বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। কেউ যদি এ নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, দেশের প্রয়োজনে ও দেশের মানুষের প্রয়োজনে যা যা করা প্রয়োজন তার সবই করতে সরকার প্রস্তুত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *