চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ীর প্রত্যন্ত অঞ্চলে মন্ত্রী বীর বাহাদুরের ত্রাণ

প্রকাশ: ২০২০-০৪-০৭ ২০:৩২:০৬ || আপডেট: ২০২০-০৪-০৭ ২০:৩২:০৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কু: পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপির উদ্যোগে বিভিন্ন সংস্থা, ব্যক্তি ও দাতাগোষ্ঠির সহযোগিতায় দেয়া খাদ্যসামগ্রী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে বন্টন করে দিলেন উপজেলা আওয়ামী লীগ। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল দৌছড়ি,বাইশারী,সোনাইছড়ি,সদর ও ঘুমধুমসহ ৫ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে। প্রতি প্যাকেজে চাল, ডাল, তেল,সাবান,আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। তিনি মন্ত্রীর দেওয়া এসব ত্রাণ স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকের হাতে নিজে উপস্থিত থেকে বন্টন করে দেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ এবং উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও থানা’র অফিসার ইনচার্জ (ওসি) অানোয়ার হোসেন, উপজেলা অাওয়ামী লীগের সাবেক সভাপতি অাব্দুর রহমান, জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মার্মা, উপজেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি অাবু তাহের কোং, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন শামীমা অাক্তার,উপজেলা অাওয়ামী লীগের স-হসভাপতি ও সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমসহ পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানসহও অাওয়ামী লীগের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে আনুষ্টানিক ভাবে এসব ত্রাণ সামগ্রী উপজেলার প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হবে। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দদেরকে ঘোষিত লকডাউনে ঘর বন্ধি থাকা পরিবারের লোকজনদের খোঁজ-খবর নিতে এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ জনসচেতনতা মূলক দিক নির্দেশনা দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। এটিকে মোকাবিলায় সরকারের নির্দেশনায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে রয়েছে। সেইসব অসহায়দের পাশে দাঁড়াতে পার্বত্যমন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। বীর বাহাদুর এমপির দেয়া ত্রাণসমগ্রী বন্টন করে ৫ ইউনিয়নে পৌঁছে দেয়া হয়েছে এবং দ্রুতগতিতে বিভিন্ন গ্রামের অসহায় ও কর্মহীনদের খুঁজে খুঁজে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *