চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

লোহাগাড়ায় সামাজিক ও সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে করোনায় গৃহবন্দীদের ত্রাণ

প্রকাশ: ২০২০-০৪-১০ ২০:১৩:৪২ || আপডেট: ২০২০-০৪-১০ ২০:১৩:৪৭

প্রেস বিজ্ঞপ্তি, বীর কন্ঠ : সাদকায়ে জারিয়াহ বেস্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৯ই এপ্রিল) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে সকাল ১১টা থেকে প্রায় শতাধিক গৃহবন্দী, অসহায় ও শ্রমজীবী পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সাদকায়ে জারিয়াহ বেস্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএমএসএফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী বলেন, করোনা ভাইরাসে নাজেহাল পুরো বিশ্ব। লকডাউন অবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে দিন এনে দিন খায় এমন মানুষ। মানবতার চরম দুর্দিনে আমরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা ত্রাণ বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি ।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীতে পরিবার প্রতি চাউল, পেঁয়াজ, আলু, টমেটো, তৈল, সাবান দেয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদকায়ে জারিয়াহ বেস্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক কাইছার ইকবাল চৌধুরী, যুবনেতা নুরুল আলম, সংবাদকর্মী সাংবাদিক মোক্তার হোসেন, সংবাদকর্মী আবুল কালাম আজাদ, মাওলানা সাইফুল ইসলাম, ডাঃ ছফিউল্লাহ নোমান, সাংবাদিক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দীন, ব্যবসায়ী রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিমুল হক, প্রবাসী নাজিম উদ্দীন, সাংবাদিক সেলিম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক টিমের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদে আলম, তারেকুল ইসলাম মশকুর, সাজ্জাদুল ইসলাম, তাফহিম, আরমান, তাহিয়াত, নাঈম প্রমুখ। ফাউন্ডেশনে ত্রাণ বিতরণ কর্মসূচী বাস্তবায়নে সহযোগীতা করেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর জেনারেল ম্যানেজার কাজী আবছার উদ্দীন, হিমেল এক্সক্লুসিভ টেকনোলজীর স্বত্বাধিকারী ইয়াহিয়া খাঁন হিমেল, সৌদি প্রবাসী মোরশেদ আলম, মোঃ জয়নাল, শাহ জামাল, হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম শাম্মাম, ব্যবসায়ী মোঃ মিনহাজ, মোঃ আনাস প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *