চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির সকল হাট- বাজার দূরত্ব বজায় রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে

প্রকাশ: ২০২০-০৪-১১ ২২:২৫:৩০ || আপডেট: ২০২০-০৪-১১ ২২:২৫:৩৫

রফিকুল আলম, ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শনিবার (১১ এপ্রিল) হতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সকল (প্রায় ৫৪ টি) হাট-বাজার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে বসানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়। তরি-তরকারী, মাছ -মাংস বাজার এবং ভাসমান বাজারসমূহ বাজারের পাশে অবস্থিত স্কুল-কলেজ-মাদ্রাসা কিংবা উন্মুক্ত মাঠে স্থানান্তরে ফটিকছড়ি উপজেলা প্রশাসন জনসংস্থাপন মন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করা হয়। ফলে উপজেলা সদর বিবিরহাট বাজারের তরি-তরকারী, মাছ-মাংস সহ যাবতীয় পন্যের হাট বসানো হয় সরকারী কলেজ মাঠ, নাজিরহাট আহমদীয়া মাদ্রাসা মাঠে। এছাড়া, বিভিন্ন ইউনিয়নে নির্দিষ্ঠ বাজারে না বসিয়ে বাজার সংলগ্ন খেলার মাঠে বসানো হয়। ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, জন সচেতনতায় প্রতিদিন পৌরসভার পক্ষে মাইকিং করা হচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় পৌরসভার উদ্যোগে উত্তর চট্টগ্রামের সর্ববৃহত বিবিরহাট বাজারের কাঁচাবাজার ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বসবে। মূলত সাপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এ বাজার বসার নিদিষ্ট সময় হলে ও উপজেলার ও পৌর সভার প্রাণ কেন্দ্র হওয়াতে মূলত বাজারটিতে প্রতিদিন হাজারো ক্রেতা- বিক্রেতার সমাগম ঘটে। নতুন করে কাল রবিবার থেকে কলেজ মাঠে বসার জন্য ব্যবসায়ীদের নির্দেশও দেওয়া হয়েছে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন গত শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন এবং শনিবার সকাল থেকে তা মনিটরিং করছেন। তিনি আরো বলেন,উপজেলার সকল হাট- বাজার স্ব- স্ব এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসবে। যদি কোথাও জায়গার সমস্যা হয়, তা দেখে বসার ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *