চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কাইছার হামিদ

আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে বোয়ালখালীর ১ ব্যক্তির মৃত্যু

প্রকাশ: ২০২০-০৪-১১ ২২:১০:২২ || আপডেট: ২০২০-০৪-১১ ২২:১০:২৬

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী: আমেরিকা নিউওয়ার্কে করোনা আক্রান্ত হয়ে বোয়ালখালী উপজেলার আবদুল মান্নান (৫৫) নামে ১ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার চরখিজিরপুর সাতগরিয়াপাড়ার মরহুম আবদুল নবীর ছেলে। বিশ্বে ভয়াবহ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকা নিউওয়ার্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, ৩৫ বছর আগে বড় ভাই মরহুম মোতালেব’র হাত ধরে ভাগ্য পরির্বতনে পাড়ি জমান ওমানের মসকেটে। সেখানে ডিভি ভিসা পেয়ে ১৯৮৮ সালে ওমান থেকে আমেরিকায় চলে যান। ৩২ বছর সীমাহীন কষ্টে আর্জিত অর্থ দিয়ে ভাই-বোন, আত্নীয়-স্বজনের জন্য কাজ করে গেছেন তিনি। দীর্ঘ ৩২ বছর প্রবাস জীবনে পরিবার, আত্নীয়-স্বজনকে আর্থিকভাবে স্বচ্ছালতায় তিনি অসমান্য অবদান রেখে গেছেন। মৃত্যুর আগ মুহুর্তেও তার মরহুম বাবা-মায়ের নামে একটি মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। জানতে চাইলে তার এলাকার এক ব্যস্তি আতিকুর রহমান আতিক জানান, দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে তিনি আমেরিকায় চলে যান। দীর্ঘ ৩২ বছর সীমাহীন কষ্টে আর্জিত অর্থ দিয়ে ভাই-বোন আত্নীয়-স্বজনের জন্য নিজের জীবন উৎসর্গ করে কাজ করেছেন, হঠাৎ এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে নিউওয়ার্কে নিহতের সহধর্মিণী, ৬ ছেলে, ১ মেয়ে রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *