চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় পিকআপ চাপায় পথচারী বৃদ্ধ নিহত

প্রকাশ: ২০২০-০৪-১৩ ২১:৩৭:৫৭ || আপডেট: ২০২০-০৪-১৩ ২১:৩৮:০১

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পানবাহি পিকআপ (মিনি ট্রাক) চাপায় মো.বাঁচা মিয়া (৭০) নামের এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে দূর্ঘটনার পরপরই চিরিংগা হাইওয়ে পুলিশ পেকুয়া থানা পুলিশের সহায়তায় পিকআপ গাড়িটি আটকের পর জব্দ করে ফাঁড়ির হেফাজতে নিয়েছেন। দূর্ঘটনায় নিহত বাঁচা মিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। নিহত বাচা মিয়ার ছেলে নুরুল আবচার বলেন, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ইসলাম নগর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন আমার বাবা। এ সময় চট্টগ্রাম অভিমুখি একটি পানবাহি দ্রুতগামী পিকআপ (মিনি ট্রাক) রাস্তা পারাপারের সময় আমার বাবাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়ে মহাসড়কের উপর পড়ে যান। দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। নুরুল আবচার আরও বলেন, সোমবার সকালে এক আবেদনের প্রেক্ষিতে ফাঁড়ি কর্তৃপক্ষ এদিন ১১টার দিকে আমার বাবার লাশ হস্তান্তর করেন। পরে নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.আনিসুর রহমান বলেন, রবিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকায় পিকআপ চাপায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই। এ সময় হাসপাতালে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। ইন্সপেক্টর মো.আনিসুর রহমান আরও বলেন, হারবাং পুলিশ ফাঁড়ির মাধ্যমে দূর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটি আটকের চেষ্ঠা করা হয়। কিন্ত গাড়িটি মহাসড়ক দিয়ে না গিয়ে বরইতলী একতাবাজার-পেকুয়া-মগনামা সড়ক দিয়ে প্রবেশ করায় পর পেকুয়া থানা পুলিশের সহায়তায় সেটি আটক করে ফাঁড়ির হেফাজতে নেয়া হয়। তবে এ সময় গাড়িতে কোন ধরণের পণ্য ছিলনা এবং চালক হেলফারও পলাতক ছিলেন। তিনি আরও বলেন, দূর্ঘটনার ব্যাপারে কোন অভিযোগ না থাকায় এবং নিহত বাঁচা মিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ সোমবার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *