চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

করোনা আক্রান্তদের জমজম পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন-মক্কা-মদিনা হেরামের প্রধান ইমাম শায়েখ সুইদাস

প্রকাশ: ২০২০-০৪-১৫ ১৪:০১:১৬ || আপডেট: ২০২০-০৪-১৫ ১৪:০১:১৯

খলিল চৌধুরী, মক্কা প্রতিনিধি, সৌদিআরব :

মহামারি একটি ভায়রাসে মরণব্যধি করোনায় আজ সমগ্র বিশ্ব নীরব ও মানুষের হাহাকার আর মৃত্যুর মিছিল প্রায় দু’শত দেশ।
বিশ্বের প্রথম ও সেরা বিশদ্ধ জমজম পানি শেফা দান করে। এ জমজম পানি সৌদিতে করোনা ভাইরাস রোগীদের জন্য সরবরাহ শুর।
সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ থেকে হারামাইন প্রেসিডেন্সির প্রধান প্রফেসর ড. শায়েখ আবদুর রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইস করোনাভাইরাসে আক্রান্তদের জন্য জমজমের পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন।

শায়েখ সুদাইসের ঘোষণার পর থেকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদেরকে জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে। এছাড়া মক্কা ও মদিনা অধিদপ্তরও তাদের নিজস্ব তত্ত্বাবধানে করোনায় আক্রান্ত রোগীদের জন্য জমজমের পানি বিতরণ করছেন।

সাম্প্রতিক মদিনা মানোয়ার সফরকালে সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের মাঝে জমজমের পানি বিতরণ করেন হারামাইনের প্রেসিডেন্ট শায়েখ সুদাইস।

উল্লেখ্য, জমজম মসজিদে হারামের কাছে অবস্থিত একটি প্রসিদ্ধ কূপ। পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। হজ ও উমরা আদায়কারীর জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সব মুসলমানের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মুস্তাহাব। সহিহ হাদিসে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজম থেকে পানি পান করেছেন। -সহিহ বোখারি: ১৫৫৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *