চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

কর্মহীন মানুষের পাশে রাঙ্গুনিয়া বৌদ্ধ যুব পরিষদ

প্রকাশ: ২০২০-০৪-১৫ ১৯:১৯:৫৪ || আপডেট: ২০২০-০৪-১৫ ১৯:১৯:৫৮

বীর কন্ঠ ডেস্ক: বাংলাদেশ বৌদ্ধ যু্ব পরিষদ রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ী শাখার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দবাড়ী গ্রামের কর্মহীন অসচ্ছল ৫০ পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করল সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি অভিজিত তালুকদার পাপেল, সাধারণ সম্পাদক একান্ত বড়ুয়া বাপ্পী সহ সংগঠনের সদস্য সুস্ময় তালুকদার দীপ্ত , পিয়াস বড়ুয়া, জিতু তালুকদার, রবিন বড়ুয়া, রজত শুভ্র, সুদর্শন রাজ, রিতু, সুনয়ন, শুভ, রিগ্যান, অর্ক, শীপন, আকাশ, ডন, লিংকন, হেমন্ত, রাতুল, বর্ণ সহ অন্যান্যরা সামাজিক দুরত্ব নিশ্চিত করে বাড়ী বাড়ী গিয়ে ত্রানসামগ্রী পৌঁছে দেন।
সংগঠনের সভাপতি অভিজিত তালুকদার পাপেল বলেন, করোনা সংকটে কর্মহীন অসচ্ছল পরিবারগুলো খুবই কস্টে দিনযাপন করছেন। তাঁদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভাল লাগছে। এই সময়ে বিত্তবানদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *