চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ত্রাণ কার্যক্রম নিয়ে রাউজান উপজেলা আওয়ামীলীগের বৈঠক

প্রকাশ: ২০২০-০৪-১৬ ১৫:২০:৪৫ || আপডেট: ২০২০-০৪-১৬ ১৫:২০:৫০

প্রদীপ শীল, রাউজানঃ

ত্রাণ কার্যক্রম নিয়ে রাউজান উপজেলা আওয়ামীলীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয় রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মিলানায়তনে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওয়াব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, আওয়ামীগ নেতা মুসলিম উদ্দিন জয়নাল, তছলিম উদ্দিন, হাসান মোহাম্মদ রাসেল, ইউপি সদস্য দিদারুল আলম, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, আরাফাত হোসেন মোহাম্মদ ফয়সাল মাহামুদ প্রমুখ। বৈঠকে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর প্রদত্ত ত্রাণ সামগ্রী সুষ্ঠু ভাবে বন্টন করার নির্দেশ প্রধান করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আবদুল ওয়াব। বৈঠকে জানানো হয়, রাউজানে কোন মানুষ খাদ্য সংকটে থাকবে না। সাংসদ পর্যাপ্ত খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছেন। জমির উদ্দিন পারভেজ বৈঠকে জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় সাংসদ ও সাংসদ পুত্রের প্রদত্ত ত্রাণ সামগ্রী চলমান রয়েছেন। কর্মহীন ছাড়াও আমরা মধ্যবিত্ত, প্রবাসী পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *