চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে জীবাণু নাশক স্প্রে মেশিন বসাল সেনাবাহিনী

প্রকাশ: ২০২০-০৪-১৮ ২০:২৭:১২ || আপডেট: ২০২০-০৪-১৮ ২০:২৭:১৭

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে করোনাভাইরাস মোকাবিলায় অস্থায়ী কাঁচা বাজারে জীবাণু নাশক ডিজিটাল স্প্রে মেশিন বসিয়েছন বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ এপ্রিল শনিবার সকালে সেনাবাহিনীর মেজর এসএম আহসানুর রহমানের নেতৃত্বে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের অস্থায়ী বাজারের প্রবেশ মূখে এই স্প্রে মেশিন বসানো হয়। বাজারে আগত ক্রেতা ও বিক্রেতা প্রবেশ করলেই একটি মেশিন ছিটিয়ে দেবে জীবাণু নাশক ঔষধ। ভাইরাস মুক্ত হয়ে প্রতিদিন বাজার প্রবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করবে সেনাবাহিনী। ব্যতিক্রমী এই জীবাণু নাশক স্প্রে মেশিন বসানোর ফলে করোনাভাইরাস বিস্তার থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। জীবাণু নাশক স্প্রে মেশিনটি উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীসহ আরো অনেকেই। এসময় সেনাবাহিনীর মেজর এসএম আহসানুর রহমান বলেন, সেনাবাহিনী করোনা মোকাবিলায় মাঠে কাজ করছে। দুইটি টিম রাউজান ও রাঙ্গুনীয়ায় করোনায় আক্রান্ত ও বিদেশ ফেরত ব্যাক্তিদের হোম কোয়ারাইটাম নিশ্চিত করছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে চলেছে। জীবাণু নাশক স্প্রেটি আমাদের জন্য নতুন এক পদ্ধতি। আমরা প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো স্প্রে মেশিন বৃদ্ধি করার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, সেনাবাহিনী ডিজিটাল পদ্ধতিতে জীবাণু নাশক স্প্রেটি তৈরী করেছে। করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম হয় এমন জায়গার জন্য উপযুগী একটি স্প্রে মেশিন। আমরা সেনাবাহিনীর সহযোগীতা চেয়েছি। রাউজানের জন্য আরো কয়েকটি মেশিন যদি পায় খুবই ভাল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *