চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

“ভাষা সৈনিক আবুল কালাম আজাদ ইতিহাসে অমর হয়ে থাকবেন”

প্রকাশ: ২০২০-০৪-২০ ১৭:৪০:৩৩ || আপডেট: ২০২০-০৪-২০ ১৭:৪০:৩৮

মো. নুরুল আলম, চন্দনাইশ :: প্রখ্যাত ভাষা সৈনিক ও শিক্ষাবিদ, চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জি.এস (১৯৪৯-৫০), চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সদস্য, তমদ্দুন মজলিস ও মকুল ফৌজ সংগঠক এবং চন্দনাইশের গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের র্দীঘদিনের ইংরেজি ও স্কাউট শিক্ষক, সাতকানিয়া দেওদীঘি কে.এম হাই স্কুল, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকার জিনজিরা আপগ্রেডেড ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবী, স্কাউট লিডার আবুল কালাম আজাদের ২০তম মৃত্যুবার্ষিকী গত শনিবার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়াস্থ কবরস্থান প্রাঙ্গণে করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্তভাবে বিভিন্ন সংগঠন স্মরণসভা উদযাপন করেছে । স্মরণসভায় বক্তারা বলেন, ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এদেশের কৃতি সন্তান। ১৯৪৭ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভাষা আন্দোলনের স্থপতি প্রিন্সিপাল আবুল কাসেমের হাত ধরে ভাষা আন্দোলনের বহু কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সেই সময় তিনি তমদ্দুন মজলিস চট্টগ্রাম শাখার ভাইস-প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের (১৯৪৯-৫০) জিএস ছিলেন। ভাষা আন্দোলনে তার অবদানের কারণে এদেশের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। গত শনিবার দিনব্যাপী চন্দনাইশ উপজেলার ভাষাসৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ২০তম মৃত্যুবার্ষিকীতে কবরস্থানে স্মরণসভায় বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। শুদ্ধ বানান চর্চা (শুবাচ) চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে কবরস্থান প্রাঙ্গণে কবর জেয়ারত ও দোয়া মাহফিল চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও শুবাচ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুবাচ উপজেলার সভাপতি ও মরহুম আবুল কালাম আজাদের পুত্র শাহজাহান আজাদ, চন্দনাইশ পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া এ,এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম সওদাগর, যুগ্ম সম্পাদক মোঃ আবদুর রশিদ, আলহাজ্ব মোঃ হারুন প্রমুখ। আবুল কালাম স্মৃতি সংসদের উদ্যোগে কবর জেয়ারত ও দোয়া মাহফিল প্রাক্তন ব্যাংকার নুরুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ গবেষক শামসুল আরেফীন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আলহাজ্ব ওসমান হারুন, মরহুম আবুল কালাম আজাদের পুত্র শাহজাহান আজাদ, মো. ইউনুস, নূর হোসাইন প্রমুখ। অপরদিকে, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শাহজাহান আজাদ, আবদুল আজিজ, সাখাওয়াত হোসেন, মনোজিৎ দাশ, হামিদা বিনতে মাহবুব, রনজিত কুমার দে, রাসেল কান্তি বড়ুয়া, মনজুর উদ্দিন প্রমুখ। সভায় মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ছবির ক্যাপশন ::শুদ্ধ বানান চর্চা (শুবাচ) চন্দনাইশ উপজেলার উদ্যোগে ভাষা সৈনিক আবুল কালাম আজাদের কবরস্থানে কবর জেয়ারত ও দোয়া মাহফিল উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *