চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

এবার কৃষকের পাশে দাড়ালো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ

প্রকাশ: ২০২০-০৪-২১ ২০:০০:৫৭ || আপডেট: ২০২০-০৪-২১ ২০:০৫:৪৩

স্টাফ রিপোর্টার, বীর কন্ঠ :

করোনার এই সঙ্কটময় মূহুর্তে অসহায় ও কর্মহীনদের ত্রাণ বিতরণের পর এবার কৃষকের পাশে দাড়ালো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন কৃষকের পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দিতে পদক্ষেপ গ্রহণ করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোস্তাক আহমেদ এর নেতৃত্বে সাতকানিয়ার বাজালিয়া মাহালিয়া গ্রামের কৃষক শাহজাহানের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয়া হয়।

ধান কাটায় সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সহযোগিতা করেন কর্ণেল অলি আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ উল হক, ছাত্রনেতা শাহরিয়ার রিয়াদ, তৌহিদ, অনিক, জায়েদ, জহির, আরাফাত প্রমুখ।

এসময় বাজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবু তাপস দত্ত সকলকে উৎসাহ প্রদান ও আপ্যায়ন করান।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, মানবিক যে কোন কাজে ছাত্রলীগ সব সময় পাশে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকদের পাশে থাকার জন্য বদ্ধ পরিকর। যেখানে কৃষকেরা সহায়তা চাইবেন সেখানে তাদেরকে সহায়তা করা হবে। ইতোমধ্যে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ৪৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *