চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

কুয়েতে করোনায় আক্রান্ত মোট ১৬০ বাংলাদেশি, ৩ জনের মৃত্যু

প্রকাশ: ২০২০-০৪-২১ ১৮:৩১:৩১ || আপডেট: ২০২০-০৪-২১ ১৮:৩১:৩৫

বিদেশ ডেস্ক|

কুয়েতে করোনাভাইরাসে আজ আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই বাংলাদেশির কোন তথ্য না পাওয়া গেলেও বয়স উল্লেখ করা হয়েছে ৫৯ বছর। এই পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে তিন বাংলাদেশি মৃত্যু হয়েছে বলে জানা যায়।
সর্বশেষ খবর অনুযায়ী, আজ নতুন আক্রান্ত আটজনসহ এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১৬০ জন প্রবাসী বাংলাদেশি এবং মৃত্যু হয়েছে তিনজনের।

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার   সর্বশেষ খবর অনুযায়ী, এই পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে বিভিন্ন দেশের মোট ২০৮০ জন শনাক্ত করেছে।
প্রতিদিনের ন্যায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আট বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৮৫ জন আক্রান্ত হয়েছেন।

চিকিৎসাধীন ২০৮০ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন মোট ৪৬ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। দেশটিতে আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪১২ জন। আজ এক বাংলাদেশি (বয়স ৫৯ এবং একজন সোমালিয়ান (বয়স ৬৩) মৃত্যুবরণ করেন এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *