চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

রাঙ্গুনিয়ার মরিয়মনগরের ৪’শ পরিবার পেল খাদ্য সহায়তা

প্রকাশ: ২০২০-০৪-২২ ২৩:৩৬:১৭ || আপডেট: ২০২০-০৪-২২ ২৩:৩৬:২২

রাঙ্গুনিয়া প্রতিনিধি :


রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের শ্রমজীবী কর্মহীন অসহায় ৪’শ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এই খাদ্য সহায়তা প্রদান করেন। বুধবার (২২ এপ্রিল) সকালে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন এলাকার শ্রমজীবী কর্মহীন প্রায় ২’শ পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক হিরু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাঈল, উপজেলা যুবলীগ সহ সম্পাদক মোহাম্মদ আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাদশাহ, পারুয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক নিজাম মাহমুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি ইমাম উদ্দিন ইমু, মনজুর আলম, সোহেল রানা প্রমুখ। ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন ইমামে আ’লা হযরত সুন্নী পরিষদের ওয়াহিদুল আলম সুমন, তারেক হোসেন সহ পরিষদের নেতৃবৃন্দ। পরে একই দিন বিকালে ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি ওয়ার্ডের প্রতিটি অসহায় পরিবারকে চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়া ইউনিয়নের মধ্যবিত্ত ও প্রবাসী পরিবারকেও কোনরকম ছবি না তুলে ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রতিটি খাদ্য সহায়তার প্যাকেটে ১০ থেকে ১৫ কেজি ওজনের বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম মেম্বার বলেন, ব্যক্তি ও তার পরিবারের উদ্যোগে এই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় এলাকার অসহায় শ্রমজীবী কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে চিহ্নিত করে প্রথম পর্যায়ের খাদ্য সামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি রমজানের ইফতার সামগ্রীও দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও মানুষকে সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *