চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-২২ ২২:২০:০৪ || আপডেট: ২০২০-০৪-২২ ২২:২০:০৮

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি

বিশ্বব্যাপী মহামারী করোনার ভয়াবহতায় পৃথিবীর অন্য সব দেশের মত সৌদি আরবে অধিকাংশ প্রবাসী বাংলাদেশী লকডাউনে করোনার ছেয়ে অর্থ ও খাদ্য সংকটে, অর্ধাহারে অনাহারে দিনযাপন করছেন।

প্রবাসীদের কল্যাণে আমরা..”লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব” সংগঠনের
এ শ্লোগান বুকে ধারন করে সু-র্দীঘ পথচলার দুই বছরের এই সময়ে এসে মহামারী করোনার থাবায় আমাদের অনেক সহপাঠী, সহকর্মী, সহযোদ্ধা, সর্বোপরি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। এ দেশের চলমান আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রবাসী বাংলাদেশিরা, অবরুদ্ধ ও গৃহবন্দী অবস্থায় বেকার হয়ে, করোনা মোকাবেলা করতে গিয়ে অর্থ ও খাদ্য সংকটে আজ মানবেতর জীবনযাপন করছেন।

অনির্দিষ্টকালের কারফিউ কারণে যখন এক বাসা থেকে অন্য বাসা ও রাস্তাঘাটে বের হওয়ার কোন সুযোগ নেই ঠিকএ সময়ে সংগঠনের সামর্থ অনুসারে এবং কিছু শুভাখাঙ্কীর সহযোগিতায় পবিত্র মক্কা নগরীর লোহাগাড়ার অসহায় প্রবাসীদের মাঝে ত্রাণ সমাগ্রী দিয়ে সহযোগিতায় পাশে দাড়িয়েছেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *