চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ভূমিমন্ত্রীর পক্ষে পুলিশ ও সংবাদকর্মীদের পিপিই প্রদান

প্রকাশ: ২০২০-০৪-২৩ ২১:৩৬:৩০ || আপডেট: ২০২০-০৪-২৩ ২১:৩৬:৩৫


আনোয়ারা প্রতিনিধি, বীর কন্ঠ :


করোনা পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষায় আনোয়ারা থানার পুলিশ,সংবাদকর্মী,গ্রাম পুলিশ ও সমাজকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে এসব পিপিই প্রদান করেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফ। এ সময় আনোয়ারা থানার পক্ষে ওসি দুলাল মাহমুদ ও আনোয়ারা প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক জাহেদুল হক পিপিইগুলো গ্রহণ করেন।

আনোয়ারা থানায় ৫০টি,প্রেসক্লাবে ১৬টিসহ রায়পুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ,সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য মোট ১২০টি পিপিই দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *