চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান-১৯ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০৪-২৩ ১৯:২৩:১২ || আপডেট: ২০২০-০৪-২৩ ১৯:২৩:১৭

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে ভ্রাম্যমান আদালত অভিযান চলিয়ে ১৪টি দোকান ও ৩জন অটোরিকশা চালককে জরিমানা আদায় করা হয়েছে । ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয় সদর ফকির হাট বাজার, জলিল নগর বাস ষ্টেশন এলাকায়। জানা যায়, করোনাভাইরাস মোকাবেলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা রেখে বেচাকেনার অপরাধে শাস্তি মূলক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন। জরিমান আদায় কালে দেখা যায়, ফকিরহাট বাজারের একাধিক মার্কেটে কাপড়ের দোকান খোলা। এছাড়া ইলেক্টিক সামগ্রী, রট সিমেন্টের দোকানও খোলা রেখে বিক্রি করছে। অপরদিকে শারীরিক দূরত্ব বজায় না রেখে অটোরিকশা সামনে পিছনে অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে তিনটি অটোরিকশা চালককে পাঁচ শত টাকা করে পনর’শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেনায়েদ কবির সোহাগ বলেন, দেশের সংকটময় মুহুর্তে আমরা অনেক দোকানদারকে ছাড় দিয়েছি। তবে সরকারী আদেশ সবাইকে মানতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় সব শ্রেণী পেশার মানুষকে বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *