চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাব’র

প্রকাশ: ২০২০-০৪-২৫ ১৯:৫৭:৩৬ || আপডেট: ২০২০-০৪-২৫ ১৯:৫৭:৪০

খাগড়াছড়ি প্রতিনিধি, বীর কন্ঠ: করোনা দু:সময় এবং পবিত্র রমজান মাসের গ্রাহক চাহিদাকে পুঁজি করে খাগড়াছড়ি জেলাশহরসহ জেলার অন্যান্য হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ক্রম উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দের নিষ্ক্রিয়তার কারণে প্রশাসনের নজরদারিও স্থায়িত্বশীল হচ্ছে না। এ অবস্থায় দরিদ্র-কর্মহীন শ্রমজীবি-নি¤œবিত্ত এবং নি¤œ মধ্যবিত্তরা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে কনজিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-খাগড়াছড়ি জেলা কমিটি জরুরী ভিত্তিতে বাজার মনিটরিং জোরদার করা এবং প্রয়োজনে জনপ্রতিনিধি ও মিডিয়ার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন। সংগঠনের উপদেষ্টা ড. সুধীন কুমার চাকমা, এড. নাসির উদ্দিন আহমেদ, জেলা কমিটির সভাপতি সাংবাদিক আবু তাহের ও সা: সম্পাদক প্রদীপ চৌধুরী এক যুক্ত বিবৃতিতে শুক্রবার সকালে এই দাবি ব্যক্ত করেন। বিবৃতিদাতারা আশা করেন, বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা গ্রাহক অধিকার সুরক্ষায় আইনী পদক্ষেপ বাস্তবায়ন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *