চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

উত্তর কোরিয়ার ক্ষমতাশালী শাসক কিম মারা গেছেন!

প্রকাশ: ২০২০-০৪-২৫ ২২:৩০:১০ || আপডেট: ২০২০-০৪-২৫ ২২:৩৫:০৭

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন মারা গেছেন বলে দাবি করেছে হংকংয়ের রাষ্ট্র সমর্থিত টিভি চ্যানেল ‘এইচকেএসটিভি হংকং’। চ্যানেলটির উপপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমেও এমনটি দাবি করেন।

এরপর গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিম জং-উনের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে উত্তর কোরিয়ায় চিকিৎসক দল পাঠিয়েছে চীন। যদিও কিমের মৃত্যুর বিষয় নিয়ে উত্তর কোরিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এইচকেএসটিভি হংকং স্যাটেলাইট টেলিভিশনের উপপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বিশ্বস্ত সূত্র থেকে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।’

এদিকে, গত ১১ এপ্রিল সর্বশেষ জনসম্মুখে এসেছেন কিম জং-উন। ওই দিন তার উপস্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। এদিকে গত সোমবার গুজব ছড়িয়ে পড়ে- হার্টের জটিল অপারেশনের পর কিম জং-উনের অবস্থা গুরুতর। আর সেই দাবি করেছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদপত্র ডেইলি এনকে।

সিএনএনের এক প্রতিবেদনেও দাবি করা হয়, কিম গুরুতর অসুস্থ। তবে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজ উইকের সাংবাদিকের কাছে নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, ‘কিম জং-উনের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক তথ্য রাখছে যুক্তরাষ্ট্র। তবে কিম জং-উনের রোগাক্রান্ত হওয়ার ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে কোনো সঠিক তথ্য নেই।’

সরকারি ওই কর্মকর্তা আরও বলেন, ‘কিম জং-উন সম্প্রতি তেমন কোথাও ভ্রমণে বের হননি। এমনকি উত্তর কোরিয়া সরকারের কিংবা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে কোনো রদবদলও নতুন করে ঘটেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *