রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৪-২৮ ০৯:০৬:০৯ || আপডেট: ২০২০-০৪-২৮ ০৯:০৬:১৫
চট্টগ্রামপর ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল চিকনছড়া নামক স্থানে অবৈধ বালি মহাল নিয়ে ২৭ এপ্রিল সোমবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
সংঘর্ষে আলাউদ্দীন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত জেবল হোসেনের পুত্র। একই ঘটনায় ওই এলাকার আজিজুল হকের ছেলে মোহাম্মদ আনোয়ার (৩৫) ও বজল আহমদের ছেলে মো. সেকান্দর (৪০) গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসাধীন অবস্থায় আটক করে ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আলাউদ্দীনের লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ বলেন, ‘দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। দুই আসামী চিকিৎসাধীন অবস্থায় আটক আছে। মামলা প্রক্রিয়াধীন।