চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ভূজপুরে বালি মহাল নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ২০২০-০৪-২৮ ০৯:০৬:০৯ || আপডেট: ২০২০-০৪-২৮ ০৯:০৬:১৫

রফিকুল আলম

চট্টগ্রামপর ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল চিকনছড়া নামক স্থানে অবৈধ বালি মহাল নিয়ে ২৭ এপ্রিল সোমবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
সংঘর্ষে আলাউদ্দীন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত জেবল হোসেনের পুত্র। একই ঘটনায় ওই এলাকার আজিজুল হকের ছেলে মোহাম্মদ আনোয়ার (৩৫) ও বজল আহমদের ছেলে মো. সেকান্দর (৪০) গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসাধীন অবস্থায় আটক করে ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আলাউদ্দীনের লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ বলেন, ‘দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। দুই আসামী চিকিৎসাধীন অবস্থায় আটক আছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *