আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশ: ২০২০-০৪-৩০ ২২:০০:১৮ || আপডেট: ২০২০-০৪-৩০ ২২:০০:২৩
রাঙ্গুনিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন এ রহমান গ্রুপ।এ রহমান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর সমাজসেবক আলহাজ্ব এম কোরবান আলী এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন। প্রথম পর্যায়ে রাঙ্গুনিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সবগুলো মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সেহেরি ও ইফতার সামগ্রী পৌঁছে দেন। পৌর এলাকার পাশ্ববর্তী মরিয়মনগর ও পোমরা ইউনিয়নে কয়েকটি মসজিদেও খাদ্য সামগ্রী দেয়া হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের সবগুলো মসজিদে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন পৌরসভা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসাইন তৈয়্যবী মিঞা। এর আগে এ রহমান গ্রুপের পক্ষ থেকে দুই দফায় সৈয়দবাড়ি ও মরিয়মনগর ইউনিয়নের কয়েক শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল।
জানতে চাইলে আলহাজ্ব কোরবান আলী বলেন, করোনাভাইরাসের কারণে অনেকেই শ্রমজীবী মধ্য ও নিম্নবিত্তদের সহায়তা করছেন। কিন্তু যারা মসজিদে খেদমত করছেন তাঁদের কথা হয়তো কারো খেয়াল নেই। তাঁদের বেতন খুবই কম। তারাও এই সময়ে কষ্টে আছেন। তাঁদের জন্য আমার পক্ষ থেকে ত্রাণ নয় উপহার পাঠানো হয়েছে। নিজের প্রচারের জন্য নয় বিত্তবানদের উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম করা হয়। এই সময়ে বিত্তবানদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। —-আব্বাস হোসাইন আফতাব