রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৫-০৬ ১৭:৫৬:৫৯ || আপডেট: ২০২০-০৫-০৬ ১৭:৫৭:০৫
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার ৬ মে বিকেলে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফীন।
এ সময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসানুল কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার দেলোয়ার হোসেন, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী, মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার মনি, নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, ডিলার আজম উদ্দীন, নাজিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দীন, সহ-সভাপতি মুহাম্মদ মুমিম প্রমুখ।
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নাজিরহাট পৌরসভার ১৮’শ হতদরিদ্র-অসহায় পরিবারকে ওএমএস কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেয়া হবে বলে জানান পৌর মেয়র এস এম সিরাজদ্দৌলাহ।