চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

রাঙ্গুনিয়ায় খাদ্য সামগ্রী পেল ৩০০ ভিডিপি সদস্য

প্রকাশ: ২০২০-০৫-০৬ ০৯:৪৮:৪৯ || আপডেট: ২০২০-০৫-০৬ ০৯:৪৮:৫৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় জেলা আনসার-ভিডিপির উদ্যোগে ৩০০ জন নারী ও পুরুষ ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জনকে ও এর আগে সকালে ১৫০ জনকে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার-ভিডিপি মহাপরিচালক এর নির্দেশনায় চট্টগ্রাম জেলা কমান্ডারের পক্ষে চট্টগ্রাম সার্কেল এ্যাডজুন্ট আমির হোসেন এসব খাদ্য সামগ্রী তুলে দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মার্মা, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু , উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. শহিদ উল্লাহ। এছাড়া ইউনিয়নের আনসার-ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *