চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে করোনায় প্রাণ গেল আরও ৯ বাংলাদেশির

প্রকাশ: ২০২০-০৫-০৬ ২৩:৫৩:১৭ || আপডেট: ২০২০-০৫-০৬ ২৩:৫৩:২৩

খলিল চৌধুরী, সৌদিআরব|

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও ৯ প্রবাসী বাংলাদেশি মারা গেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনায় ৬৪ বাংলাদেশির প্রাণ গেল।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো: ফখরুল ইসলাম জানান, চলতি বছরের গত ২ মার্চ থেকে সৌদিতে সংক্রমণ শুরু হয় করোনাভাইরাসে করোনায় মৃত্যুবরণকারী ৬৪ জনের মধ্যে রিয়াদে (দূতাবাসের অধীক্ষেত্র, পুর্বাঞ্চল) ৯ জন এবং জেদ্দা (কনসুলেটের অধীক্ষেত্র, পশ্চিমাঞ্চল) ৫৫ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত ৩ লাখ ৭৬ হাজার ৬০৭ জনের মধ্যে পরীক্ষা চালিয়ে ৩০ হাজার ২৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২শ’ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন। বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৬২০ জন।

দূতাবাসের তথ্যানুযায়ী, সৌদিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ৩৭১৭ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *