চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে লকডাউনে থাকা পরিবারে খাদ্য সামগ্রী দিলেন কৃষক নেতা ফারুক

প্রকাশ: ২০২০-০৫-০৭ ২১:৪৬:৫৭ || আপডেট: ২০২০-০৫-০৭ ২১:৪৭:০১

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২য় করোনা আক্রান্ত রোগী জান্নাতুল হাবিবা ও তার সংস্পর্শে আসা আরো তিন করোনা রোগীর গ্রাম কম্বনিয়ায়। তারা করোনা আক্রান্ত হয়ে আছে হাসপাতালের আইসোলেশনে। গত ২৭ এপ্রিল থেকে তাদের এবং আশপাশের বেশ কয়েকটি বাড়ী নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউন করা হয়। সে থেকে পরিবারগুলো বন্দী হয়ে পড়ে। তারা যখন অসহায় জীবন যাপন করছে টিক সেই মুহুর্তে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসলেন এলাকার কৃষক নেতা ফারুখ আহাম্মদ। বুধবার (৬ মে) বিকালে লকডাউন থাকা বাড়ী গুলোর সীমানায় গিয়ে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন তিনি। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী,ফলমূল উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ ও কম্বনিয়া অগ্রসরমান কৃষক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুখ আহম্মদ জানান নিজ অর্থয়ানে তার সংগঠনে পক্ষে এ খাদ্য সামগ্রী তোলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাবান, চাউল, মুড়ি, চিনি, দুধ, চনা, পিঁয়াজ, তেল, হুইল পাউডার ও খাওয়ার স্যালাইন।তিনি জানান, সরকারের পাশাপাশি এলাকার ধর্নাঢ্য ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাড়ায় তাহলে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরবে না। সেই সাথে মধ্যবিত্ত পরিবার যারা পারছে না কাজ করতে, পাচ্ছে না কোন ত্রান ও তাদের প্রতি সরকারে সু-দৃষ্টি কামনা করেন। লকডাউনে থাকা মনজুর আলম জানান, আজকে খাদ্য গুলো প্রাণে বাঁচার সহায়ক হল। সেই সাথে এলাকার নিরীহ মানুষের খোঁজ খবর রাখার জন্য এলাকার জন প্রতিনিধি সহ প্রশাসনের প্রতি আহব্বান জানান এ কৃষক নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *