চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

রাঙ্গুনিয়ায় হাইজিন স্যানিটারী উপকরণ বিতরণ

প্রকাশ: ২০২০-০৫-০৭ ২১:৫১:৪৭ || আপডেট: ২০২০-০৫-০৭ ২১:৫১:৫২

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া:

রাঙ্গুনিয়ায় সিডিডি ও সিবিএম এর সহযোগিতায় এবং এওয়াক এর বাস্তবায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই ইউনিয়নে বৃহষ্পতিবার(৭ মে ) হাইজিন স্যানিটারি উপকরণ বিতরণ করা হয়েছে। মরিয়ম নগর ইউনিয়ন পরিষদ ও এই ইউনিয়নের আওতায় ৩টি কমিউনিটি ক্লিনিক , ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ ও এই ইউনিয়নের আওতায় ২টি কমিউনিটি ক্লিনিক ও ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সেবা দাতা ও সেবা গ্রহীতাদের ব্যবহারের জন্য ১১টি আইটেমের হাইজিন স্যানিটারী উপকরণ দেয়া হয়। বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মজিবুল হক হিরু, মোহাম্মদ নুর উল্লাহ, চেয়ারম্যান, ডা. মো: নজরুল ইসলাম চৌধুরী, এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, সভাপতি, মো. খিজির হায়াত, ইকবাল হোসেন, এওয়াক সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, সিএইচসিপি মো. সালাউদ্দিন, রমজান আলী, মো. শাহজালাল, সিডিডি ডিস্টিকস টেকনিক্যাল অফিসার, মো. জুনায়েদ, সিবিআইডি প্রোগ্রাম অফিসার মো. জিয়াউর রহমান, নির্বানীতোষ সাহা ভাস্কর ও মো. মাহাবুবুর রহমান। উল্লেখ্য, ৪ মে করোনা ভাইরাসে ঘরবন্দী দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের জরুরী সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে মরিয়ম নগর ইউনিয়নে ৪১জন ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ৩৪ জন সহ মোট ৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৪৫০০ করে সর্ব মোট ৩৩৭৫০০ টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *