চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিল ১০ তরুন

প্রকাশ: ২০২০-০৫-০৮ ১১:৩৯:২৮ || আপডেট: ২০২০-০৫-০৮ ১১:৩৯:৩৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি■ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক এলাকায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ১০ জন তরুন। করোনাকালে কৃষকদের নানা সংকটের কথা চিন্তা করে তারা এই উদ্যোগটি নেন। তরুনদের বেশিরভাগই কলেজ ছাত্র। কয়েকজন রয়েছেন চাকুরীজীবি।


আজ বুধবার (৭ মে ) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার চার নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘাটচেক এলাকার হাজারী বিলের দুই কৃষকের পাকা ধান কেটে দেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ায় ৫৮৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা। বৈশাখের প্রথম থেকে কাটা শুরু হয়েছে ধান। গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে । করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।


তাই কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে আজ বৃহষ্পতিবার সকালে সকাল আটটায় মো. রহিম, মো. আনিছ, মো. জাহেদ, মো. ওসমানসহ ১০ তরুন একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
তরুন মো. মিজান বলেন, ‘করোনা সংকটে কৃ্ষকদের সমস্যার কথা চিন্তা করে দুই কৃষকের চার কানি জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।


কৃষক মো. নাসের বলেন, ” জমির ধান পেকে গেছে, শ্রমিক নেই। অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন তিনি। স্থানীয় কয়েকজন তরুন বিষয়টি জানতে পেরে ধান কেটে দিতে এগিয়ে আসেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, উপজেলার কৃষকের ২৫ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে। প্রাকৃতিক দূর্যোগের আশংকায় কৃষকদের ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *