চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে সকল শপিং মল বন্ধ রাখার ঘোষনা !

প্রকাশ: ২০২০-০৫-০৯ ২২:৪৬:৫৫ || আপডেট: ২০২০-০৫-০৯ ২২:৪৬:৫৯


প্রদীপ শীল, রাউজানঃ করোনাভাইরাস মোকাবেলায় রাউজান উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই মে শনিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা সভা কক্ষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টেলিকমিউনিকেশনের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমতিয়াজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম দীন, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, রোকন উদ্দিন, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সাধারণ সস্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ, পৌর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপতি চৌধুরী, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সনজিব দত্ত, নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, দিদারুল আলম, শফিকুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা ঘোষনা করেন জীবিকা পরে, জীবন আগে। জীবনের ঝুঁকি নিয়ে রমজান মাসে কোন ব্যবসায়ী দোকান ও শপিং মল খুলবে না। তবে তাদের দাবি রাউজানে কয়েক হাজার দোকান কর্মচারী রয়েছে। তাদের আর্থিক ও খাদ্য সহায়তা দিতে হবে। জীবিকা যখন বন্ধ, তখন জীবন বাচাঁতে তাদের পাশে থাকা সরকারের কর্তব্য। করোনা মোকাবেলায় দোকান বন্ধ রাখার ঘোষনাকে ইতি বাচক উল্লেখ করে রাউজানের সাংসদ বলেছেন সরকার সকল ব্যবসায়ী জন্য একটি মহা পরিকল্পনা নিয়েছেন। রাউজান এখনো করোনা মুক্ত এলাকা। আপনার দোকান বন্ধ রাখার মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানায়। আপনা উপলদ্ধি করেছে জীবিকার চেয়ে জীবন অনেক মূল্যবান। বেঁচে থাকলে আগামীতে অনেক ব্যবসা বানিজ্য করতে পারবেন। আমি আপনাদের পাশে থাকবো। এসময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও প্যানেল মেয়র ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ, ১০ মে বানিজ্য মন্ত্রানালয় সিমিত আকারে শর্তসাপেক্ষে শপিং মল খোলার সিন্ধান্ত নেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন ব্যবসায়ী নেতারা ঈদে দোকান বন্ধ রাখার ঘোষনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *