admin
প্রকাশ: ২০২০-০৫-১০ ১৪:৪৮:৩০ || আপডেট: ২০২০-০৫-১০ ১৪:৪৮:৩৫
পটিয়া প্রতিনিধি■
পটিয়া উপজেলার মুজাফরাবাদ থেকে ১৮’শ পিস ইয়াবাসহ মো. শফিক আলম (২০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক যুবক বান্দরবানের ফাসিয়াখালী ইউপির বাঁশখাইল্যাঝিরির নুরুল ইসলামের ছেলে।
আজ রবিবার (১০ মে) সকাল ৮টার দিকে উপজেলার মুজাফরাবাদ থেকে তাকে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেলের উপ-পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার মুজাফরাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজি তল্লাশির সময় ওই যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশি করে ১৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বান্দরবান থেকে চট্টগ্রাম একে খান যাচ্ছিল ওই যুবক।
এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।