চট্টগ্রাম, , শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

admin

ফটিকছড়িতে ছুরিকাঘাতে আহত আরো একজনের মৃত্যু

প্রকাশ: ২০২০-০৫-১১ ১৭:০০:০৪ || আপডেট: ২০২০-০৫-১১ ১৭:০০:১১

ফটিকছড়ি প্রতিনিধি■
ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত মোঃ মনছুর (১৮) দশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। রবিবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত সিফাতের অবস্থাও আশংঙ্কাজনক বলে জানা গেছে। মনছুর ও সিফাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত মনসুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদীবাজার এলাকার আলীম উদ্দিন সারাং বাড়ির দেলা মিয়ার বড় পুত্র ।

প্রসঙ্গত, গত ১ মে শুক্রবার ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং সিনিয়র জুনিয়রদের  মধ্যে কথা কাটাকাটির জেরে ধরে নিজেদের মধ্যে সমঝোতার জন্য নানুপুর বাজার বৈঠকে মিলিত হয় সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে ছুরিকাঘাতে আহত হয় সাইমন,মনছুর ও সিফাত নামের সমবয়সী তিন কিশোর। ঐ দিন সাইমনকে মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *