চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সামাজিক দুরত্ব মেনে বিজিবির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশ: ২০২০-০৫-১১ ১৪:০৯:২৫ || আপডেট: ২০২০-০৫-১১ ১৪:০৯:২৯



মিরসরাই প্রতিনিধি■ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অলিনগর বিওপি ক্যাম্পের উদ্যোগে সামাজিক দুরত্ব মেনে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১০ মে) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, বিজিবি ফেনী ব্যাটালিয়ন-৪ এর উপ-সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, অলিনগর বিওপি ক্যাম্প কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ গোলাম মোস্তফা, নায়েক সুবেদার মোঃ সৈয়দুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য আজাদ উদ্দিন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, আলু, ডাল, তেল, ছোলা, ময়দা, চিনি, পেঁয়াজ।


বিজিবি ফেনী ব্যাটালিয়ন-৪ এর উপ-সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ জনগণ কর্মহীন হয়ে যাওয়ায় অনেক কষ্টে দিন যাপন করছে। বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতার কল্যাণেও সব সময় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় বিজিবির উদ্যোগে গত ৮ মে থেকে বিভিন্ন জায়গায় প্রায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। অলিনগর বিওপি ক্যাম্পের আওতাধীন ৫৫টি পরিবারের মাঝে প্রাথমিক ভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বরাদ্ধ আসলে আরো সহায়তা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *