চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে হালদায় ৩ হাজার ঘনফুট বালুসহ ট্রলার ধ্বংস করলেন ইউএনও : ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশ: ২০২০-০৫-১২ ২৩:১২:৫৬ || আপডেট: ২০২০-০৫-১২ ২৩:১৩:০০

প্রদীপ শীল, রাউজান ■ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। একই সাথে ইঞ্জিন ও ৩ হাজার ঘনফুট বালু পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৩শ মিটার ভাসাজাল জব্দ করা হয়। ১২মে মঙ্গলবার দুপুর ১টায় হালদা নদীর রাউজান অংশের আজিমের ঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে রাউজান উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, আনসার তারেক মুহাম্মদসহ আরও অনেকে। এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র, মা-মাছ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রলার ধ্বংস করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *