চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কা ব্যতীত আবারো সময় বাড়িয়ে সৌদি আরব জুড়ে কারফিউ প্রত্যাহার

প্রকাশ: ২০২০-০৫-১৩ ১৬:১৭:৪৩ || আপডেট: ২০২০-০৫-১৩ ১৬:১৭:৫১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি-

আগামী ২৩মে( ৩০রমজান) থেকে ২৭ মে (৪শাউয়াল) পর্যন্ত পুরা সৌদিতে ২৪ঘন্টার লকডাউন ঘোষনা করা হয়েছে ৷
আগামী ২২মে পর্যন্ত কারফিউর সময় সীমা শিথিল থাকবে !
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথারিতি শপিং মল দোকানপাট খোলা রাখা যাবে, এবং জরুরী প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে ৷


মক্কা এবং যে শহর গুলো তে ২৪ঘন্ট কারফিউ চলছে সেই গুলো আগের মতই থাকবে ৷ তবে ,আগামী ২৩মে থেকে ২৭ মে পর্যন্ত পুরা সৌদিতে ২৪ঘন্টার লকডাউন ঘোষনা করেন দেশটির সরকার৷ ১২ মে মঙ্গলবার সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯১১জন। মোট আক্রান্তের সংখ্যা ৪২৯২৫জন। মারা গেছে ৯জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৫২০জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫২৫৭জন। তথ্য সূত্রেঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *