চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কাইছার হামিদ

লোহাগাড়ায় বেসরকারি হাসপাতালের ৪ কর্মী করোনায় আক্রান্ত

প্রকাশ: ২০২০-০৫-১৩ ০০:৪৩:৩৫ || আপডেট: ২০২০-০৫-১৩ ০০:৪৬:৩০

লোহাগাড়া অফিস■
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার করোনার নমুনা পরীক্ষায় চট্টগ্রামের লোহাগাড়ায় আরও ৪ জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬জন।

বিষয়টি সন্ধ্যা সাড়ে ৭টার  দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।

ডাঃ মোহাম্মদ হানিফ জানান, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় আপন ২ বোনসহ ৪জন করোনা পজিটিভ। রোববার তাদের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। আজ তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

৪ জনের মধ্য ২ জনের বাড়ি পদুয়া ফরিয়াদেকুল। তারা আপন ২ বোন। তাদের বয়স ২২ এবং ১৮। তারা লোহাগাড়া মা শিশু হাসপাতালে রিসিপশনে কর্মরত। অপর ২ জনের মধ্য ১ জনের বাড়ি পুটিবিলা জকরিয়া পাড়া।  তার নাম কপিল উদ্দিন বয়স ২৬। সে লোহাগাড়া মা শিশু হাসপাতালের সুপারভাইজার এবং আরেকজনের বাড়ি বড়হাতিয়া। তার নাম শাহাদত হোসেন।  তার বয়স ২২বছর। সে লোহাগাড়া মা মনি হাসপাতালে রিসিপশনে কর্মরত। 

তিনি আরও জানান, বিগত কিছুদিন পুর্বে তাদের ৪ জনের প্রচন্ড জ্বর, সর্দি দেখা দিলে তারা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকে।

পরবর্তীতে তাদের নমুনা সংগ্রহ করার পর ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এই রিপোর্ট লিখা পর্যন্ত আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে আনা হচ্ছে। এই নিয়ে লোহাগাড়ায় করোনা আক্রান্তের  সংখ্যা দাঁড়াল ২৬জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *